ক. সাব-এডিটরদের দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষা।
খ. বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ।
গ. সংগঠনের সদস্যদের কল্যাণে কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ।
ঘ. পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক ও সাংস্কৃতিক মান উন্নয়ন।
লক্ষ্য ও উদ্দেশ্য
১. তহবিলের সদস্যদের কল্যাণ সাধনে ব্রতী হওয়া এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
২. এই তহবিলের সদস্যগণই এর সকল সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী বলে গণ্য হবেন।
৩. সমস্যাগ্রস্ত সদস্যদের পুনর্বাসন, চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদানসহ পারিবারিক কল্যাণে তৎপর হওয়া।
৪. সমস্যাগ্রস্ত সদস্যদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি প্রদান, সাহায্য-সহযোগিতা প্রদান করা।
৫. রোগগ্রস্ত সদস্যদের চিকিৎসায় সহযোগিতা করা।
৬. প্রবীণ সদস্যদের জন্য প্রবীণ নিবাস প্রতিষ্ঠার ব্যবস্থা করা।
৭. দান, অনুদান, মঞ্জুরি, চাঁদা ও ফিস সংগ্রহ করে তহবিল গঠন করা। অর্থ, ইমারত ও অন্যান্য সম্পত্তি অনুদান হিসেবে গ্রহণ করা।
লক্ষ্য ও উদ্দেশ্য
১. এই তহবিলের যাবতীয় অর্থ ব্যাংকে কল্যাণ তহবিলের নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখতে হবে।
২. ডিএসইসির এককালীন অনুদান, যে কোনো দানশীল ব্যক্তি, সংস্থা, সরকার কিংবা বিদেশি কোনো ব্যক্তি ও সংস্থার অনুদান বা মঞ্জুরি সম্মানজনক শর্তের ভিত্তিতে হলে তা গ্রহণ করা যাবে।
৩. কল্যাণ তহবিলের সদস্যদের এককালীন বা মেয়াদি চাঁদার মাধ্যমে তহবিল গড়ে তোলা হবে।
৪. কল্যাণ তহবিলের সদস্যদের এককালীন ১,০০০/- (এক হাজার) টাকা। এককালীন চাঁদা পরিশোধের পর ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যপদ কোন কারণে যদি স্থগিত অথবা সদস্যপদ বাতিল হয়, এরপর নতুন করে সদস্য হলে এককালীন চাঁদা আর দিতে হবে না।
৫. কল্যাণ তহবিলের সদস্যদের বার্ষিক চাঁদা ২০(বিশ) টাকা।
৬. তহবিলের আয়বর্ধনের জন্য এক বা একাধিক বাস্তবধর্মী, গঠনমূলক এবং সর্বোপরি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত প্রকল্প বা কার্যপদ্ধতি গ্রহণ করা যাবে।
লক্ষ্য ও উদ্দেশ্য
১. ৭ সদস্যের পরিচালনা বোর্ড ডিএসইসি কল্যাণ তহবিল পরিচালনা করবে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচিত কমিটির সহ-সভাপতি পদাধিকার বলে কল্যাণ তহবিল পরিচালনা কমিটির চেয়ারম্যান থাকবেন। কল্যাণ সম্পাদক কল্যাণ তহবিলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
২. কমিটির বাকি ৫ সদস্যের মধ্যে ৩ জন থাকবেন নির্বাচিত কমিটির (ক) সভাপতি, (খ) সাধারণ সম্পাদক এবং (গ) কোষাধ্যক্ষ। বাকি দুই সদস্য কল্যাণ তহবিলের সিনিয়র সদস্যদের মধ্য থেকে নিয়োগ করা হবে। কল্যাণ তহবিলের চেয়ারম্যাণ সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের নিয়োগ দেবেন।
৩. ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি যেদিন দায়িত্ব গ্রহণ করবে সেই দিনই কল্যাণ তহবিলের বিদায়ী পরিচালনা বোর্ড নতুন পরিচালনা বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
৪. পরিচালনা বোর্ডের মেয়াদ হবে এক বছর। জানুয়ারি-ডিসেম্বরকে কল্যাণ তহবিলের আর্থিক বছর হিসেবে বিবেচনা করা হবে।
৫. পরিচালনা বোর্ডের কোনো পদ শূন্য হলে সহযোজনের মাধ্যমে তা পূর্ণ করা হবে।
৬. পরিচালনা বোর্ডের সদস্যগণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন।
৭. পরিচালনা বোর্ডের কাজের সুবিধার জন্য বোর্ডের সদস্য ও প্রয়োজনে বোর্ডের বাইরের সদস্য নিয়ে এক বা একাধিক টিম গঠন করা যাবে এবং ওই টিমকে নির্ধারিত বিশেষ দায়িত্ব অর্পণ করা যাবে।