ডিএসইসি ডেস্ক • ১২ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক দিনকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও পিআইবির সাবেক মহাপরিচালক ড. রেজওয়ান সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।
আজ বুধবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে এক অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি আমৃত্যু গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন।রেজোয়ান সিদ্দিকী একাধারে একজন সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক ছিলেন। তিনি সাংবাদিকদের মর্যাদা ও অধিকারের প্রশ্নেও ছিলেন আপসহীন।
নেতৃদ্বয় বলেন, কর্তব্যপরায়ণ ও সত্যনিষ্ঠ এ কলম সৈনিকের মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক-
মামুনুর রশিদ মামুন
দফতর সম্পাদক
ডিএসইসি