ডিএসইসি ডেস্ক • ১২ ফেব্রুয়ারি ২০২৪
সংগঠনের দুই যুগপূর্তি উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের সদস্য সাংবাদিকদের কাছ থেকে স্মরণিকার লেখা আহ্বান করা হচ্ছে।
সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ জানুয়ারি ২০২৪ এর মধ্যে লেখা জমা দিতে হবে। সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ-নিবন্ধের পাশাপাশি, গল্প, কবিতা, ছড়া, সাক্ষাৎকার, বই আলোচনাসহ প্রাসঙ্গিক লেখা দেওয়া যাবে।
লেখা পাঠাতে হবে সুতনি এমজে ফন্টে। লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবিও পাঠানো যাবে।
লেখা পাঠাতে হবে voice.dsec@gmail.com এই ঠিকানায়। লেখার সঙ্গে লেখকের মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে।
লেখা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন ০১৬৭৪-২৮২২৫৭, ০১৭১২-৪৩৫৩৪৪ এই মোবাইল নম্বরে।